আশাশুনিতে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও জাল দলিল বন্দের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেল্ াশাখার আয়োজনে সাব রেজিষ্ট্রী অফিসের সামনের সড়কে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশ গ্রহণে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন ও আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহুরুল ইসলাম। এসময় জাল দলিলের কারনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগি জয়নাল আবেদীন ও বেবী খাতুন উপস্থিত ছিলেন। বক্তাগণ, দুর্নীতিবাজ ও অনিয়মের হোতা, মোটা অংকের টাকার বিনিময় জাল দলিল রেজিস্ট্রীকারী সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জীর বিরুদ্ধে অবিলম্বে প্রত্যাহার ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার স্থানীয় দোসরদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান। সাথে সাথে জাল দলিল বাতিল করার পাশাপাশি পুনরায় আশাশুনিতে জাল দলিল সৃষ্টি বা অনিয়ম দুর্নীতি না ঘটে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান হয়। তার কুকর্মের প্রতিবাদ করায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থার দাবী জানান হয়। অন্যথায় আরো কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারী দেওয়া হয়।