আশাশুনির তেঁতুলিয়া আশ্রায়ন প্রকল্পের ঘর ও পুকুর জবর দখল
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া আশ্রায়ন প্রকল্প-২ এর ১৪০টি পরিবারের জন্য নির্মীত ঘরের অনেকগুলো, একটি পুকুর জবর দখল করা হয়েছে। কেউ কেউ ঘর হস্তান্তর, নামে বেনামে কিংবা স্বামী-স্ত্রী দু’জনেও ঘর পেয়েছেন। দীর্ঘদিন ঘর রেজিস্ট্রেশন করা হলেও এখনো সঠিক ব্যক্তিদের হাতে দলিল পৌছেনি, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপও নেওয়া হয়নি। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে।
সরকার ভূমিহীন ও আশ্রয়হীন পরিবারের আশ্রয় প্রদান, এক টুকরো নিজের জমিতে বসবাসের সুযোগ দানের লক্ষ্যে আশ্রায়ন প্রকল্পের আওতায় তেতুলিয়া ১৪০টি ঘর নির্মান করেন। এখানে রয়েছে তাদের চলাচলের সুন্দর ব্যবস্থা, খেলার পরিবেশ, গোসলের জন্য পুকুর, সুপেয় পানির ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা। কিন্তু বর্তমানে সেখানে অনেক কিছুই সমস্যা দেখা দিয়েছে। যখন ঘরের জন্য ভূমিহীন ও অসহায় পরিবার নির্বাচন করা হয়েছিল, সেখানে ছিল অনেক ঘাপলা। পরবর্তীতেও অনেক স্বজনপ্রীতি, জবর দখল, অনিয়ম এসে ভর করেছে এখানে। ১৪০ টি ঘরের মধ্যে রফিকুল তার দু’পুত্র চাকরীজীবি হলেও তিনি ঘর পেয়েছেন। হানিফের বিল্ডিং বাড়ি হলেও তিনি এখানের বাসিন্দা। হাফিজুল ও তার স্ত্রী দু’টি ঘর পেয়েছেন, রাজ্জাক ও তার স্ত্রী আলেয়া দু’টি ঘর পেয়েছেন। রিপন পিতা কেরামত গাজী এবং রিপন সরদার নামে একই ব্যক্তি দু’টি ঘর পেয়েছেন। মঞ্জুরুল শিবানীর কাছে, বাবু আলমের কাছে ঘর হস্তান্তর করেছেন। ফারুকের স্ত্রী স্বপ্না, আফাজদ্দিনের ছেলে শাহাবুদ্দিন, শহিদের ছেলে সালাউদ্দিন, কোরবান মোড়লের ছেলে শুকুর, শুকুর মোড়লের ছেলে জাহাঙ্গীর, জোনাব আলির ছেলে আরজান শেখ, আরজানের ছেলে শাহিনুর শেখ, গফফারের স্ত্রী জরিনা, কাশেম মোড়লের স্ত্রী মইরন, ইরশাদুলের ছেলে শাহাদী, আফাজদ্দিন গাজীর কন্যা মিনারা, দরগাহপুরের আয়ুব তাদের নামে ঘর না হলেও তারা অবৈধ দখল নিয়ে ঘরে উঠেছেন। প্রকল্পের আওতায় সেখানে দু’টি বৃহদাকারের পুকুর আছে, যা বসবাসকারীদের ভোগদখলের কথা। কিন্তু একটি শাহাবুদ্দিন একাই দখল করছেন। বাকীটা সবাই মিলে দখল করছেন। সেখানে সুপেয় পানির জন্য ৪টি ফিল্টার নির্মাণ করা হলেও একটিও স্বচল নেই। ফলে সার্বিক ভাবে সেখানে স্বাভাবিক ভাবে নিয়ম মেনে বসবাস চলছে না। জবর দখল, অবৈধ হস্তান্তর, অযোগ্যদের নামে ঘর বরাদ্দসহ নানান জটিলতা আশ্রায়ন প্রকল্পের সুফল বি ত করছে এই আশ্রায়ন প্রকল্পের। সাথে সাথে সরকারের মহান উদ্যোগ অনেকাংশে ব্যাহত হচ্ছে।