কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রিমিয়ার ছাত্রসংঘ’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কলারোয়ার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্রসংঘ’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভি। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসনিক ভবনের সেকশন অফিসার আজিজুল হক ডেভিড। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া নিউজের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রিমিয়ার ছাত্রসংঘ’র উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ, প্রিমিয়ার ছাত্রসংঘ’র ইমরান হোসেন, তৌহিদ, শেখ আমানুল্লাহ, মাসুদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনান কবি প্রভাষক বিএম সিরাজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, প্রিমিয়ার ছাত্রসংঘ’র কোষাধ্যক্ষ নিয়াজ মোর্শেদ, গালিব, মজনু কাগজী, নাহিদ হাসান, শামিম রেজা, এনজিও কর্মী আঃ আজিজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রিমিয়ার ছাত্রসংঘ’র উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ খান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে অতিথিবৃন্দের উপস্থিতিতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা সহকারে বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us: