কিংবদন্তি ফুটবলার হাজী খালেক আর নেই
কিংবদন্তির ফুটবলার হাজী খালেক আর নেই। গত ১৪ জুন শুক্রবার রাত ১২ টায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। হাজী খালেক ১৯৭১ সালে খুলনায় চাকরিরত অবস্থায় শাজাহান মাস্টারের মাধ্যমে মুক্তিযুদ্ধে যোগদেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। দীর্ঘ ২ বছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরে লস্করপাড়া বাড়িতে শয্যাশায়ী ছিলেন। গতকাল দুপুরে লস্করপাড়ায় নিজ বাড়ির পাশে তার ১ম জানাযা ও গ্রামের বাড়ি মাহমুদপুরে ২য় জানাযার পর দাফন করা হয়। ১ম জানাযার পূর্বে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, মেয়র তাসকিন আহমেদ চিশতি, জাপার সভাপতি আজাহার হোসেন, সাজেক্রীস সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, সদস্য কাজী কামরুজ্জামান, কমিশনার সেলিম, শফিকুদৌলা সাগরসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন মিজানুর রহমান আজমি। সোমবার বিকালে লস্করপাড়ায় তার বাড়ির পাশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
শোক:- এ দিকে কিংবদন্তি ফুটবলার মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক এর মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের সাবেক কমান্ডার মশিয়ার রহমান মশু, মীর মাহমুদ হাসান লাকি, সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা বি.এম আব্দুর রাজ্জাক, হাসনে জাহিদ জজ, বদরুল ইসলাম খান, সাজেক্রীস সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, সাতক্ষীরা ক্রীড়া লেখক সমিতির সভাপতি এ্যাড. শফিউল ইসলাম খান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান, ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ।