এখনো সেমিতে খেলার সুযোগ আছে বাংলাদেশের
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, এবারের বিশ্বকাপে অনেক আপসেটের ঘটনা ঘটবে। একদম টপ ফেবারিটের যে কোনো একটি দলকে ছিটকে পড়তে হতে পারে সেমিফাইনালের আগেই। আর আমার বিশ্বাস বাংলাদেশের সম্ভাবনা নিঃশেষ হয়ে যায়নি। এখনো সেমিতে খেলার সুযোগ আছে।
তিনি বলেন, এখন আর আমাদের কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে আগালে চলবে না। লক্ষ্য থাকতে হবে খুব ভাল খেলার। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের সব শাখায় জ্বলে ওঠার দৃঢ় সংকল্প আর ভালো করার জোর তাগিদও দরকার। তাহলেই আমরা যে কোনো দলকে হারাতে পারব।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ইংল্যান্ড ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেলেছে, তার দুটিতে বেশ ভালো খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল জিতেছে বলে পারফরমেন্স যত উজ্জ্বল মনে হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও আমরা বেশ ভালো খেলেছি। ওই ম্যাচে জেতার সুযোগ ছিল।
তিনি বলেন, যুক্তরাজ্যের আবহাওয়ার মত উইকেটের আচরণও খানিক রহস্যময়! যেমন কার্ডিফে ইংল্যান্ডের সঙ্গে খেলার আগে পরপর দুই দিন টানা বৃষ্টি হয়েছে। ওই দুইদিন পিচ ছিল হুপার কভারে ঢাকা। কাজেই এখানে পিচের আচরণ বুঝে ওঠাও কঠিন।