মহানায়ক চে গুয়েভারার ৯১তম জন্মবার্ষিকী আজ
আর্জেন্টাইন বিপ্লবী, মার্কসবাদী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে এই মহান বিপ্লবীর জন্ম হয়।
চে গুয়েভারার পুরো নাম ‘এর্নেস্তো গেভারা দে লা সেরনা’। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার এবং ফিদেল কাস্ত্রোর দলে চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি অনুকরণীয় এক বিপ্লবীতে পরিণত হন।
ছোটবেলা থেকেই চে গুয়েভারা সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় মানুষদের কথা ভাবতেন। তার বিপ্লবী মনোভাব তৈরি হয়েছিল তরুণ বয়সেই। তিনি মনে করতেন বিপ্লব ছাড়া লাতিন আমেরিকার বৈষম্য দূর করা সম্ভব নয়। ১৯৫৫ সালে মেক্সিকোতে আরেক বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে চে গুয়েভারার পরিচয় হয়। তখন তিনি কিউবার বিপ্লবীদের দলে নিজের নাম অন্তর্ভূক্ত করেন। চে গুয়েভারা কিউবা বিপ্লবে অসামান্য অবদান রাখেন। কিউবা বিপ্লব ছিল বাতিস্তা সরকারের বিরুদ্ধে। ফিদেল কাস্ত্রোর দলে চিকিৎসক হিসেবে নাম লেখালেও পরবর্তিতে তিনি কিউবা বিপ্লবে হাতে অস্ত্র তুলে নেন।
টাইম পত্রিকার বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় চে’র নাম প্রকাশিত হয়। তাছাড়া ‘গেরিলেরো হেরোইকো’ নামে আলবের্তো কোর্দার তোলা চে-র বিখ্যাত ফটোগ্রাফটিকে ‘বিশ্বের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ফটোগ্রাফ’ হিসেবে ঘোষিত।
বলিভিয়ানের সেনাবাহিনী চে গুয়েভারাকে গ্রেপ্তার করার পর ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার লা হিগুয়েরায় গুলি করে হত্যা করা হয়। বিপ্লবী চে গুয়েভারাকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। আজও সারা বিশ্বের কোটি কোটি মানুষ তার আর্দশ নিয়ে বেঁচে আছে।