আশাশুনিতে কর্মসৃজন কর্মসূচির কাজ পরিদর্শন
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সোমবার ও মঙ্গলবার তিনি বিভিন্ন স্পটে গিয়ে শ্রমিকদের কাজ তদারকি করেন।
এলাকার অসহায় মানুষদেরকে কাজের মধ্যে নিয়ে তাদের মজুরি প্রদানের মাধ্যমে পরিবারগুলোকে আর্থিক ভাবে সহযোগিতা দানের লক্ষ্যে ৪০ দিনের কর্মসূচির কাজের ব্যবস্থা করা হয়েছে। যেসব মানুষ কাজ করতে অনেকটা কাবু হয়ে গেছে, যাদের কাজের সুযোগ কম, এমন অসহায় দরিদ্র মানুষদেরকে কাজের মধ্যে এনে এলাকার উন্নয়নে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের পরিবারকে অর্থ কষ্ট থেকে রক্ষার জন্য কর্মসূচির আওতায় কাজ করানো হচ্ছে।
এসব কাজের অগ্রগতি, কাজের সাথে জড়িত শ্রমিকদের উপস্থিতি, এলাকার উন্নয়নে কতটুকু কাজে আসছে তা অবলোকন, তদারকি ও সার্বিক খোজ খবর নিতে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নে সরেজমিন পরিদর্শনে যান। তিনি কাজের সাথে জড়িত শ্রমিকদের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।