রোহিঙ্গাদের ব্যাপারে আগ্রহী নয় মিয়ানমার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয়। তিনি বলেন, ওআইসিতে জঙ্গিবাদ ও রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হয়। রোহিঙ্গা ইস্যু সমাধানে ওআইসি সদস্যভুক্ত দেশগুলো আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
রোববার বিকেলে সরকারি বাসভবন গণভবনে তিন দেশ সফর ও ওআইসি সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, এশিয়ার দেশগুলোর আঞ্চলিক উন্নয়নে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
শেখ হাসিনা বলেন, প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে শিগগিরই ফিনল্যান্ড থেকে একটি বিশেষজ্ঞ টিম আসবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ইমিগ্রেশন নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। এরপর কাউকে ছাড় দেয়া হবে না।
রোহিঙ্গা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, শরনার্থী নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলি চায় না রোহিঙ্গারা দেশে ফিরে যাক।
অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এ নিয়ে বিশ্বের অন্য দেশগুলো প্রশংসা করলেও দেশের অভ্যন্তরীণ কেউ কেউ উন্নয়ন দেখতে পান না। তারা চান না উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাক। এরা দেশের স্বাধীনতা নিয়েও খুশি ছিলেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।