শ্যামনগরে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয় উদ্বোধন
“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে খাদ্য বিভাগ শ্যামনগরের আয়োজনে শ্যামনগর উপজেলা নকিপুর খাদ্য গুদামে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান-১৯ ক্রয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় অনুষ্ঠানে সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সংগ্রহ ও মনিটরিং কমিটির উপদেষ্টা সংসদ সদস্য সাতক্ষীরা-৪ শ্যামনগর+কালিগঞ্জ আংশিক এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি ফিতা কেটে ধান ক্রয় উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহফুজুল হক, গুদাম কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বুলবুল, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সার-বীজ মনিটরিং কমিটির প্রতিনিধি আনিছুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষি কার্ড প্রাপ্ত কৃষক আবু সরো, আজিবর রহমান, নাজমুল হক, ফজলুল হক, মতি শেখ সহ ২০ জন কৃষকের নিকট থেকে ২৪০ কেজি করে ৪৮০০ কেজি ধান ক্রয় করা হয়।