দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র
পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী দর্শনার্থী ও ভ্রমন পিপাসুদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের হাজারো দর্শনার্থীরা চিত্ত বিনোদনের খোরাক মেটাতে স্বপরিবারে ভিড় জমাচ্ছেন স্থানটিতে। বিভিন্ন প্রজাতির গাছ আর সবুজের সমারোহে সুন্দরবনের আদলে গড়ে ওঠা ম্যানগ্রোভ বনটির কোল ঘেষে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে বয়ে চলা ইছামতি নদীর অপরুপ সৌন্দর্যের মহুর্ত গুলোকে ধরে রাখতে কেউ কেউ পরিবার পরিজনদের নিয়ে আবার কেউবা মেতে উঠছেন সেলফিতে। পাশাপাশি কৃত্রিম সব জীবযন্তু, খেলনা সামগ্রী সহ নয়নাভিম সৌন্দর্য মন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছেন শিশুরাও।
রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপক দিপঙ্কর কুমার জানান, ঈদকে কেন্দ্র করে সব ধরনের দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। ঈদের দিন সহ পরবর্তীতে বৃষ্টির কারনে দর্শনার্থীর সংখ্য একটু কম থাকলেও বর্তমানে দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।