কলারোয়ায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা পূর্ব পাড়া মাঠে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকাল ৪টায় কাকডাঙ্গা তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১১ টি ঘোড়া।৫ রাউন্ডের এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বার প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয় গোলাম বারীর ঘোড়া ময়না,২য় হয় হয়েছে তরিকুলের ঘোড়া বেজি, ৩য় হয়েছে পবনের ঘোড়া,৪র্থ হয়েছে সোনার ময়না ।
প্রায় প্রতি বছর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৬০০০ টাকা ,২য় ৪০০০টাকা, ৩য় ৩০০০ টাকা ,৪র্থ ২০০০ টাকা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূট্টো লাল গাইন।কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার মিলন দত্ত,কলারোয়া প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সাতক্ষীরা বার্তার কলারোয়া ব্যুরো প্রধান সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক ইউ পি সদস্য মারুফ হোসেন ।