আনুলিয়ার কর্মসূচীর কাজ হিসাবে রাস্তা সংস্কার কাজ শুরু
বর্তমান সরকার হতদরিদ্র নারীদের বিকল্প কর্মসংস্থান এর ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় সরকারি ভাবে চল্লিশ দিনের কর্মসূচী নামের প্রকল্প হতে হত দরিদ্র,স্বামী পরিত্যক্তা,বিধবা নারীদের কর্মসংস্থান হয়েছে।
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বাগালী গ্রামে শনিবার সকাল নয়টার সময় বাগালী তিন রাস্তার মোড় হইতে কাকবাসিয়া পর্যন্ত কাচা রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড সভাপতি আবু বক্কার হালদার ও দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য মোকছেদ আলী গাজী।
এ বিষয়ে ওয়ার্ড সভাপতি বলেন এই রাস্তাটি এই অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। বর্ষা মৌসুম আসার আগেই রাস্তাটি সংস্কার কাজ শেষ হলে সাধারণ মানুষের উপকার হবে।
ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন বলেন,কর্মসূচীর কাজের প্রত্যেকটা ওয়ার্ডে শুরু করেছি। সার্বক্ষণিক খোজখবর নিচ্ছি।
এক,দুই ও তিন নং ওয়ার্ড থেকে মোট পঞ্চাশ জন নারী এ কাজে অংশ নিয়েছে।
উপকারভোগী মৃত বিধান মন্ডলের স্ত্রী অমরী রানী (৩০) বলেন কর্মসূচীর কাজ করে আমার সংসার চলছে। আমি ঠিকমত কাজের টাকা পায়।