রোজার চাঁদ দেখার প্রথম তথ্য দেবে সৌদি আরব
রমজান-শাওয়াল মাসের চাঁদ দেখার প্রথম তথ্য দিতে উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে সৌদি আরব। সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপনের মাধ্যমে চাঁদ দেখার প্রক্রিয়াকে আরো সহজ করবে তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আগামী রমজান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে।
টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে। এর মাধ্যমে সহজেই রোজার চাঁদ দেখা যাবে। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে।
মক্কায় চালু হওয়া এ সমন্বিত পর্যবেক্ষণাগার থেকে আগামী রমজান ও শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
Please follow and like us: