সাতক্ষীরার নৃত্য পরিচালক নাঈমের পরিচালনায় বিভিন্ন চ্যানেলে ঈদের নৃত্য
নাঈম ছোটবেলা থেকেই নাচ পছন্দ করতেন।মাধ্যমিক পড়ার সময় গুরু সাথী হালদারের কাছে তার নৃত্যে হাতেখড়ি হয়।দীপালোক একাডেমীর সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন।
তিনি বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন এবং পড়াশোনার পাশাপাশি গুরু র্যাচেল প্যারিস এর কাছে গৌড়ীয় নৃত্যে, দীপা খন্দকারের কাছে লোক- সাধারণ এবং তাহনুন আহমেদীর কাছে কনটেম্পোরারি নাচের উপর তালিম নিচ্ছেন।
তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্য প্রশিক্ষক হিসেবে সম্মানের সাথে দায়িত্ব পালন করছেন।তার প্রতিষ্ঠিত সংগঠন রিদমিক সোল একাডেমী অব ফাইন আর্টস নিজে পরিচালনা করছেন। তরুণ এই প্রতিভাবান নৃত্যশিল্পী নিজেকে দেখতে চান এক অনন্য উচ্চতায় এবং সাতক্ষীরা তথা বাংলাদেশকে তুলে ধরতে চান বিশ্ব দরবারে।
তিনি ঈদের বিভিন্ন নৃত্যানুষ্ঠানের শুটিং শেষ করে ঈদ করছেন পরিবারের সাথে সাতক্ষীরায়। বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “আনন্দ মেলা” তে “জয় হোক” গানের সাথে দলীয় নৃত্যে অংশগ্রহণ করেছেন।
এটিএন বাংলা চ্যানেলের ৮ দিনব্যাপী ঈদ আয়োজনে ৮ম দিন দুপর ২ টায় পরপর তিনটি- সরাইখানা, শ্যাম পিরিতি এবং বন্ধু কই রইলারে গানের সাথে নৃত্য পরিবেশন করবেন।
তাছাড়াও নতুন সময় টিভিতে ঈদের ৫ম দিন সন্ধ্যা ৬:৩০ মি: – রসিক আমার মন বান্ধিয়া গানের সাথে দ্বৈত নৃত্যে দেখা যাবে তরুণ নৃত্যশিল্পী নাঈম – লামিয়া জুটিকে।
নাঈম এবং তার পরিবারের জন্য দর্শক-শ্রোতাদের কাছে দোয়া কামনা করেছে।