নবীর এক ওভারেই শ্রীলংকার ধস
আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের ৭ম ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ও আফগানিস্তান।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও ৫ উইকেট হারিয়ে বিপাকে লংকানরা। মোহাম্মদ নবীর একেরপর এক আঘাতে বিপদে শ্রীলংকান ব্যাটসম্যানরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান ।
টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন শ্রীলংকান ব্যাটসম্যানরা।
করুনারত্ন ও কুশল পেরেরা মিলে তাণ্ডব চালান আফগান বোলার হামিদ হাসান ও দৌলত জাদরানদের ওপর। তারা ৫ ওভারেই তুলে নেন দলীয় ৫০ রান।
১৪তম ওভারে এসে নবীর বলে ক্যাচ তুলে দেন করুনারত্নে। নাজিবুল্লাহ ক্যাচ ধরার আগে ৪৫ বলে ৩০ রান সংগ্রহ করেন তিনি। এরপর ২২তম ওভারে এসে ৩জনকে ফেরান নবী।
থিরিমান্নেকে ২৫ রানে ফেরানোর পর কুশল মেন্ডিস ও ম্যাথিউসকে ফেরান তিনি । সর্বশেষ উইকেট ধনঞ্জয় ডি সিলভা আউট হওয়ার আগে দলীয় রান ছিল ১৪৫।
এক ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে আছে লংকানরা। বর্তমানে কুশল পেরেরা ৭৪ ও ডি সিলভা ২ রানে ব্যাট করছেন।