অগ্রিম ঈদ উপহার পেল মাশরাফীর দল
বিশ্বকাপে বাংলাদেশের দুটি স্মরণীয় জয়ের জন্ম ২০০৭ সালে। একটি ভারতের বিপক্ষে, যেটা শচীন-সৌরভ-দ্রাবিড়দের ছিটকে দিয়েছিল টুর্নামেন্ট থেকে। অন্যটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঠিক এক যুগ পর বিশ্বকাপে প্রোটিয়া বধের উচ্ছ্বাস সারা দেশে। সামনেই ঈদ। ওভালে ২১ রানের জয় যেন অগ্রিম ঈদ উপহার মাশরাফির দলের!
২০০৩ সালের বিশ্বকাপে ঠিক ঈদ উল আজহার আগের রাতে দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দেশ কানাডার কাছে অপ্রত্যাশিত হারে ঈদ আনন্দ মাটি হয়ে গিয়েছিল বাঙালির।
খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, অলক কাপালি, আল শাহরিয়ার রোকন আর মাশরাফীরা মনের দুঃখে ঈদের নামাজ না পড়ে ডারবান ছেড়ে চলে গিয়েছিলেন পরের ম্যাচের ভেন্যুতে।
তবে এবার মানে আজ ঘটলো উল্টো ঘটনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যেন ঈদের অগ্রিম উপহার পেল মাশরাফীর দল।