সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
সাতক্ষীরা প্রেসক্লাবে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদ ও জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
রবিবার সকাল সাড়ে ৯টায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে উপজেলার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্বতঃ:ষ্ফুর্তভাবে অংশগ্রহণ করে প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠনে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটিতে বক্তব্যকালে সাংবাদিক নেতারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা চালিয়ে প্রেসক্লাবের সাতবারের নির্বাচিত সভাপতি, দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, পত্রদুত পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি এ্যড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, মোহনা টিভির আব্দুল জলিল সহ ১০ জন সিনিয়র সাংবাদিককে আহতের ঘটনা সাতক্ষীরার ইতিহাসে কলঙ্কজনক।
এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা আরো বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের আবাসস্থল। যারা সাংবাদিকদের আবাসস্থলে ঢুকে প্রকাশে সশস্ত্র হামলা চালিয়েছে অবিলম্বে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অন্যথায় জেলার সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর আন্দোলন কর্মসূচীতে নামবে বলেও হুশিয়ার করেন সাংবাদিকরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দৈনিক পত্রদুতের প্রভাষক রাজু আহমেদ, দৃষ্টিপাত পত্রিকার দেবহাটা প্রতিনিধি সুমন বাবু, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্যাহ আল মাসুদ, সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক ডা: অহিদুজ্জামান, সদস্য এসএম নাসির উদ্দীন, রিয়াজুল ইসলাম, রমজান মোড়ল, আবীর হোসেন লিয়ন, উত্তম কুমার, মুজাহিদ হুসাইন, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, আমিনুর রহমান বাবু, লিটন ঘোষ বাপী, সজল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শাহীন আলম, সদস্য মঞ্জুরুল ইসলাম, সোহাগ হোসেন, সাদিকুজ্জামান সোহাগ, আলমগীর কবির, অভি স্বর্নকার, আনিছুর রহমান, অনুপ কুমার প্রমুখ।