মাশরাফীর কাছে প্রোটিয়ারাই ফেভারিট
আর কয়েক ঘণ্টা পরই ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিতব্য এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে দক্ষিণ আফ্রিকাই বাংলাদেশের চেয়ে এগিয়ে। যদিও উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকা কিছুটা হলেও ‘ব্যাকফুটে’ রয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতা বাংলাদেশ দল আছে অনেকটাই ফুরফুরে মেজাজে।
যদিও নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকেই ফেভারিট বলে মানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
মাশরাফী বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জায়গা থেকেই আমরা ফেভারিট নই। উইকেট বলেন বা অন্য সব জায়গায়ই তারা আমাদের চেয়ে এগিয়ে।
তবে দক্ষিণ আফ্রিকা ফেভারিট বলে পিছিয়ে থাকবে কেন বাংলাদেশ! দলে টুকটাক চোট সমস্যা থাকলেও বাংলাদেশের প্রস্তুতিতে ছিল না কোনো কমতি। খেলোয়াড়রাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দেওয়ার জন্য। মাশরাফীও জানালেন সে কথাই। তিনি বলেন, এটাও সত্য, ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলব। আমাদের প্রস্তুতি বেশ ভালো।
দক্ষিণ আফ্রিকা ফেভারিট হিসেবে বাংলাদেশ এ ম্যাচে ‘আন্ডারডগ’। তবে আন্ডারডগ হয়েই ম্যাচ জেতার প্রত্যাশা মাশরাফীর। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্যই আমরা জিততে চাইব। আশা করছি সেভাবেই খেলব। দলের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।