সাতক্ষীরা বন্ধুসভা উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ
একটি করে ” রঙিন জামা” স্লোগান নিয়ে ‘প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভায় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জুন ) সকাল ১১ টায় জেলা শহরের, আরমান কো-অপারেটিভ মার্কেট (২য় তলা) প্রথম আলো সাতক্ষীরা অফিস চত্বরে এই কর্মসূচীর আয়োজন করে।
সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা নিজেদের ঈদের কেনাকাটার ব্যয় কমিয়ে সেই টাকা সংগ্রহ করে এই কর্মসূচির আয়োজন করেন। পরে শহরের মুনজীতপুর, পলাশপোল , কামালনগর , সুলতানপুর, তালতলা, এলাকার হত দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের পরিবারের ৫৪ টি শিশু বাছাই করেন বন্ধুসভার সদস্যরা।
পরে বাছাইকরা শিশুদের বয়স অনুপাতে শারিরীক মাপ নিয়ে প্রত্যেকের জন্য পৃথক পৃথক নতুন পোশাক কেনে বন্ধুরা। এদিকে সাতক্ষীরা সদরের পিতৃহীন লামিয়া ঈদে নতুন জামার জন্য কান্নাকাটি করে মায়ের কাছে,মা নতুন জামা দিতে পারে না।কষ্টের কথা প্রকাশ করে বন্ধুসভার সদস্যদের কাছে।এমনই অসহায় শিশুদের মাঝে ঈদে রঙিন জামা তুলে দেয় সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা। নতুন জামা প্রদানের সাথে সাথেই শিশুদের মুখে হাসি ফুটে উঠে। তাদের সঙ্গে আসা অভিভাবকরা অনেক আনন্দিত হয়েছেন। তাঁরা সবাই এই আয়োজনের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়েছেন। বন্ধুসভার সাবেক সাধারন সম্পাদক, প্রকাশ পাত্র বলেন, বন্ধুসভা সবসময় ব্যতিক্রম কিছু করে।
এবারের কাজটি খুবই ব্যতিক্রম ছিল। কারণ বন্ধুরা নিজের টাকায় প্রতিটা শিশুর জন্য বেছে বেছে নতুন জামা কিনেছে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি নতুন জামা যে এতোটা আনন্দের হতে পারে তা আজ তাদের চোখের ভাষা দেখে বুঝলাম। সাতক্ষীরা বন্ধুসভার যুগ্মসাধারন সম্পাদক শুব্রত হালদার বলেন, ছোট্ট দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুবই ভালো লাগছে।ওদের ভূবন ভোলানো হাসি আমাদের পথ চলার প্রেরণা যোগাবে।ভালোবাসা অবিরাম ওদের জন্য।
জয়তু বন্ধুসভা।নতুন জামা বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সভাপতি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী,সমাজ কর্মী শ্যামল কুমার ঘোষাল,দৈনিক সাতক্ষীরা পত্র্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আরাফাত আলী ,প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম,প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান মৌ, সহসভাপতি মোঃ হোসেন, যুগ্মসাধারন সম্পাদ মোঃ গেলাম হোসেন, যুগ্মসাধারন সম্পাদক শুব্রত হালদার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক কর্ণ বিশ্বাস সহ আরো অনেকে।