পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে উইন্ডিজের জয়
পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ৭ উইকেটের জয় তুলে নিল উইন্ডিজরা।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ২য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে উইন্ডিজ। ক্যারিবীয় বোলিং তান্ডবের পর ব্যাটিংয়েও ঝড় তুলে সহজ জয় তুলে নিয়েছে তারা।
শুক্রবার ট্রেন্ট ব্রীজে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ বস জেসন হোল্ডার। ব্যাটিং প্যারাডাইসে শুরুতে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে পাকিস্তান। কিন্ত অতিআক্রমণাত্মক হয়ে গিয়ে ব্রেকফেল করে পাকি ব্যাটসম্যানরা। ফলে কিছু বুঝে ওঠার আগেই দর্শকরা দেখতে থাকেন উইকেটে একেরপর এক পতন।
তবে উইন্ডিজ বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং এর প্রশংসা করতেই হয়। আজকের খেলায় সেই ক্যারিবীয়ান গতির তান্ডব দেখলো বিশ্ব।
উইন্ডিজ বোলিং তোপে ব্যাটিং ধ্বসের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ইনিংস। ওভারের হিসেবে সাকুল্যে তারা খেলেছে মাত্র ২১.৪ ওভার।
ম্যাচের শুরুতে শেলডন কটরেলের বলে শেই হোপের কাছে ক্যাচ দিয়ে ইমাম উল হক আউট হন। আউট হওয়ার আগে ১১ বলে ২ রান করেন তিনি। তারপর জোড়া আঘাত হানেন আন্দ্রে রাসেল। তার বাউন্সারে হেলমেটে বল লেগে বোল্ড হয়ে ২২ রানে ফেরেন ফখর জামান। এর পরেই হারিস সোহেলকে ৮ রানে আউট করেন তিনি । বাবর আজমকে ২২ রানে ওশানে থমাস ফেরানোর পরে একই ওভারে দুবার আঘাত হানেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তার শিকার হওয়া সরফরাজ ৮ ও ইমাদ ১ রান করেন।
শাদাব খানকে রানের খাতা খোলার আগেই প্রথম বলে ফিরিয়ে দেন থমাস। ১ রান করা হাসান আলীকে হোল্ডার ফেরানোর পরেই নিজের ৩য় ও ৪র্থ শিকার করেন থমাস। হাফিজকে ১৬ রানে ফেরানোর পর ১৮ রান করা রিয়াজকে বোল্ড করে পাকিস্তান ইনিংসের ইতি টেনে দেন তিনি।
১০৬ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ওপেনার ক্রিস গেইল। তার সঙ্গে নামা আরেক ওপেনার শেই হোপ ১৭ বল খেলে ১১ রান করে মোহাম্মদ আমিরের বলে আউট হন।
পরের ওভারে এসে আমির ড্যারেন ব্রাভোকে শূন্য রানে ফেরালে জয়ের মৃদু আশা জেগে ওঠে পাকিস্তান শিবিরে। তবে সেই আশায় গুড়েবালি দেন গেইল ও নিকোলাস পুরান। ৫০ রান করে আমিরের বলে গেইল আউট হলেও ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। অপরপ্রান্তে আরেক সঙ্গী হেটমেয়ার অপরাজিত ছিলেন ৭ রানে।
পাকিস্তানের পক্ষে আমির ছাড়া আর কেউই বোলিংয়ে প্রভাব ফেলতে পারেননি। উইন্ডিজ নির্ধারিত রান মাত্র ১৩.৪ ওভারে ৭ উইকেট হাতে রেখে পেড়িয়ে যায়।
এ জয়ে ৫.৮০+ নিট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে উইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
পাকিস্তান: ১০৫/১০ (২১.৪)
ফখর জামান ২২, বাবর আজম ২২।
থমাস ২৭/৪, হোল্ডার ৪২/৩, রাসেল ৪/২ ।
উইন্ডিজ : ১০৮/৩ (১৩.৪)
গেইল ৫০, পুরান ৩৪*
আমির ২৬/৩ ।
ম্যাচসেরা : ওশানে থমাস ।