ঈশ্বরীপুর-কৈখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে শ্যামনগর উপজেলার ০৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা”র সার্বিক সহযোগিতায় এতে ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান শ্যামনগরের সাবেক সংসদ সদস্য প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্জ্ব এ, কে, ফজলুল হক এর উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি সহ সুশীল সমাজ। অনুষ্ঠানে ঈশ্বরীপুর ইউনিয়নে ৩কোটি ৮৪লক্ষ ৭১ হাজার ৭শত ১৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা (বাংলা)। এ দিকে বিকাল ৩টায় কৈখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ওর্য়াল্ড ভিশন, সুশীলন সহযোগিতায় অনুরুপ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার (শ্যামনগর) মি. রবটসন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি পবিত্র কুমার মন্ডল, গ্রামীণ আদালতের আকবর হোসেন সহ সকল ইউপি সদস্য, সদস্যা ও সুশীল সমাজ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারকে বিশেষ প্রশংসা জ্ঞাপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মহসিন হোসেন।