শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
আজ বৃহস্পতিবার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে নিজস্ব চত্তরে বেসরকারি সংগঠন লির্ডাসের সহায়তায় জলবায়ু সহনশীল ইউপি গঠন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ২০১৯-২০ অর্থ বছরের ৩কোটি ১৪ লক্ষ ১৭ হাজার ২শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রিয়াজুল ইসলাম। বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস,বুড়িগোয়ালিনী নেীপুলিশ থানার ওসি অনিমেশ হালদার, জলবায়ু পরিষদ সদস্য ও সাংবাদিক রনজিৎ বর্মন,ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্পের শ্যামনগরের ইনচার্জ রবাটসন সরকার, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস, সাংবাদিক ও ভলেন্টিয়ার পিযুষ বাউলিয়া পিন্টু, সমাজসেবক এমদাদুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবেদ হাসান, সমাজসেবক মুজিবর মেীলভী গোলাম আলী সরদার প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থ বছরের ৩কোটি ১৪ লক্ষ ১৭ হাজার ২শত টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ইউনিয়নের ১০ জনকে নিয়মিত ট্যাক্স পরিশোধের জন্য সম্মাননা স্বারক প্রদান করা হয়।