সাতক্ষীরা প্রেসক্লাবে হামলার ঘটনায় দেবহাটা প্রেসক্লাবের নিন্দা
সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাতবারের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, মোহনা টিভির জেলা প্রতিনিধি আবদুল জলিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারীসহ ১০ জন সিনিয়র সাংবাদিককে আহতের ঘটনায় দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে উদ্বেগ সহ তীব্র নিন্দা জানানো হয়েছে।
বৃহষ্পতিবার দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে নেক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি প্রেসক্লাবে হামলা ও সিনিয়র সাংবাদিকদের মারপিটের ঘটনা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।