সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়।