লাখো মুসল্লির জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ
প্রতি বছরের ন্যায় এবারও দেশের প্রধান ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে লাখো মুসল্লির জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ ময়দান, শুরু হয়েছে সাজানোর কাজ।
বুধবার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, বাশ বাঁধা, চট বেছানো, চট সেলাই ও রংসহ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা। এছাড়াও আশপাশের গাছপালার গুড়িসহ মাঠে চলছে রঙের কাজ।
জানা গেছে, মাঠ প্রস্তুতের পুরো কাজটি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃষ্টির প্রভাব থেকে ঈদগাহ ময়দানকে সুরক্ষিত রাখতে পুরো মাঠ বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে আচ্ছাদিত করে দেয়া হচ্ছে। ময়দানে পর্যাপ্ত সিলিং ও স্ট্যান্ড ফ্যান লাগানো হবে। পাশাপাশি পুরুষ ও নারীদের অজুর জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা।
ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে রফিক নামের একজন মিস্ত্রি ডেইলি বাংলাদেশকে বলেন, প্রধান নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রায় প্রস্তুত। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে এখন পুরো মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেয়ার কাজ চলছে। এরপর ফ্যান, লাইটসহ যাবতীয় কাজ পর্যায়ক্রমে করা হবে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, ময়দানের প্রস্তুতির জন্য প্রায় দুই শতাধিক কর্মচারী কাজ করেছে এবার। পুরো মাঠ প্রস্তুত করতে প্রায় ৪০ হাজার বাঁশ, সাড়ে ৪০০টি মোটা পাইপ ও ১০০টি গজারি গাছের কাঠ লাগতে পারে।
আব্দুর রহিম নামের একজন মিস্ত্রি বলেন, এরইমধ্যে প্রায় মাঠের ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২৮ রমজানের মধ্যেই মাঠের যাবতীয় কাজ শেষ হয়ে যাবে।
তিনি আরো বলেন, মাটিতে ত্রিপল ও চাদর বেছানোর কাজ নির্ভর করে ঈদের আগের রাতে, চাঁদ দেখার ওপর।