কলারোয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
‘পুলিশ জনতা ভাই ভাই, অপরাধের ঠাই নাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে সাতক্ষীরা কলারোয়া থানার আয়োজনে থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া থানার অফিসরা ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল গিয়সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ এম এ ফারুক। আরও উপস্থিত ছিলেন ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান,গ্রাম পুলিশ ও এলাকাবাসী।
প্রধান অতিথি বলেন, কোন পুলিশ সদস্য যদি সাধারণ মানুষকে হয়রানি করে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কলারোয়ার মাটি সন্ত্রাস মুক্ত করতে দিন রাত কাজ করে যাচ্ছে পুলিশ । থানায় জিডি করতে টাকা লাগবে না। মাদক ও ইফটিজিং মুক্ত কলারোয়া গড়ে তুলতে কাজ দিন রাত কাজ করে যাচ্ছে কলারোয়া থানা পুলিশ। পুলিশতে সহযোগিতা করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।