ফের বইছে তাপপ্রবাহ, জুনের প্রথমেই বর্ষা শুরু ফের বইছে তাপপ্রবাহ, জুনের প্রথমেই বর্ষা শুরু
দেশের কিছু অংশে আজও বৃষ্টি হতে পারে। তবে কিছু অংশে আবার শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। যা আগামী তিন থেকে চারদিন অব্যাহত থাকতে পারে। এরপরই সারাদেশে শুরু হতে পারে বৃষ্টি, কমে যাবে তাপমাত্রা। চলতে থাকবে মৌসুমি বৃষ্টি।
সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘জুন মাসের শুরু থেকেই বৃষ্টি হতে পারে। পাঁচ থেকে ছয় দিনের মতো তা দীর্ঘস্থায়ী হতে পারে। তারপর বর্ষাকাল শুরু হয়ে যাবে, বৃষ্টি থাকবে মোটামুটি।’
তিনি আরও বলেন, ‘আজসহ (২৭ মে) আরও তিন থেকে চারদিন মোটামুটি তাপমাত্রা ভালই থাকবে। তারপর বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে যাবে। আশা করা যাচ্ছে, ১ জুন থেকে সারাদেশে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। তখন তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।’
এর আগে আজ (সোমবার) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ‘রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মংলা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।’
পূর্বাভাসে আরও বলা হয়, আজ ‘রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে’