ভারতে আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কারে ভূষিত সাতক্ষীরার মেয়ে লেখিকা শিমুল পারভীন
আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার ২০১৯ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা তথা দেশের গর্ব ও অহংকার লেখিকা শিমুল পারভীন।
গত ১৪ মে ভারতের পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় জীবনানন্দ কমিটি আয়োজিত সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কারে ভূষিত হন শিমুল পারভীন। বাংলাদেশ ও ভারত থেকে এ যাবত ৪০ টি বই প্রকাশিত হয়েছে।
জীবনানন্দ উৎসব কমিটি ২০০৭ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর সাহিত্যকৃতির জন্য বাংলাদেশ থেকে লেখিকা হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।
জীবনানন্দ উৎসব কমিটির সভাপতি কবি অমৃত মাইতির কাছ থেকে এ পদক গ্রহণ করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান। সাতক্ষীরা তথা দেশবাসীর অনুপ্রেরণা পেলে আমার লেখায় নতুন মাত্রা যোগ হবে।
আরো বাংলার মা, মাটি ও মানুষের মাঝে মিশে গিয়ে লেখার মধ্য দিয়ে দেশের সীমানা পার হয়ে সারা বিশ্বের সাহিত্যপ্রেমীসহ সকল মানুষের মনে জায়গা করে নিতে চান তিনি। সকলের দোয়া, ভালোবাসা আর আশীর্বাদের হাত যেন থাকে তার মাথার ওপর এ প্রত্যাশা কামনা করেছেন সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে।