সেনেরগাতী ৩টি বসত ঘর ভাংচুর ও লুটপাট
পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী রাজবংশী পাড়ায় ১শ বছর ধরে বসবাসকারী একটি পরিবারের ৩টি বসত ঘর ভাংচুর ও লুটপাট করেছে তপন-ইন্দ্রজিৎ মণ্ডলের সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় অভিযোগে করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানাধীন সেনেরগাঁতী মৌজার অধীনস্থ ১৭৭৮ দাগের উপর ৭টা বসতঘর নির্মাণ করে আমরা তিনভাই যথাক্রমে কালীপদ মন্ডল, বিমল মন্ডল, মধুসূদন মন্ডল সহ ৭/৮টি পরিবার দীর্ঘ ১শ বছর সেখানে বসবাস করছি। পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের মৃত রামপদ মণ্ডলের পুত্র তপন মন্ডল (৪৫), রাজকুমার মন্ডল(৪০), মৃত তারাপদ মণ্ডলের পুত্র ইন্দ্রজিত মন্ডল(৪৭),হাজরা মণ্ডলের পুত্র সুকুমার মন্ডল, রাধাপদ মণ্ডলের পুত্র সনজিৎ মন্ডল(৩৫),সুজিত মন্ডল, রনজিৎ মণ্ডলের পুত্র বাসুদেব মন্ডল,সুকুমার মণ্ডলের পুত্র সুজন মন্ডল ও শান্তিমন্ডলের পুত্র কিনারাম মন্ডলরা দেশীয় অস্ত্র দা, শাবল, লোহার রড, কোদাল, হাতুড়ি, বাঁশের লাঠি, কাঠের চলা দিয়ে আমার সহ আমার ৩ ভাইয়ের ঘর ভাংচুর, লুটপাট বেপরোয়া মারধর শুরু করে। এসময় ঘরে থাকা ২ লক্ষ ৫০ হাজার নগদ টাকা, ৬ ভরি স্বর্ণের গহনা যার আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা, ঘরের বিভিন্ন ধরনের আসবাব পত্র যার মুল্য দেড় লাখ টাকা একটি টিউবয়েল, কারেন্টের বৈদুৎতিক মিটারসহ বিভিন্ন ধরেন ক্ষয়ক্ষতি করে। এসময় বসত ঘর তিনটি সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় সন্ত্রাসী বাহিনীর মারপিটে স্ত্রী নমিতা মন্ডল (৫৫), বৌদি কালীদাসী মন্ডল (৬২), ছোট ভাইয়ের বৌ অঞ্জু রানী মন্ডল, পুত্র গনেশ মন্ডল (৪০) মারাত্বকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানা ওসি তদন্ত জিল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।