শ্যামনগরে আইলা দিবস পালিত
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদ ও জলবায়ু পরিষদের আয়োজনে ২৫ শে মে শনিবার সকাল ১০ টায় নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আইলা দিবস পালিত হয়েছে।
উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এবং বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ উপজেলা জলবায়ু পরিষদের সদস্য সচিব আশেক ই এলাহী। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এ অঞ্চলের মানুষকে বাঁচাতে দরকার টেকসই ও পরিকল্পিত বেড়িবাঁধ।বক্তারা আরো বলেন তদারকিতে দরকার, স্থানীয় সরকার।অনুষ্ঠানে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আখতারুজ্জামান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য ও সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পাউবোর শাখা কর্মকর্তা সাজ্জাদুল রহমান,নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, জলবায়ু পরিষদের সদস্য সাংবাদিক শিক্ষক রনজিত বর্মন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, জলবায়ু পরিষদের সদস্য হারুন-অর-রশিদ, জলবায়ু পরিষদের সদস্য শাহানা হামিদ, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি,সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, প্রেরণার পরিচালক স্বপ্না ঘোসামী ছাড়াও বারসিক, প্রগতি, ফ্রেন্ডশিপ, সিএসআরএল, উত্তরণ, লিডার্স, এনজিএফ, ওয়ার্ল্ড ভিশন, সিসিডিবি, ইসলামিক রিলিফ, রূপান্তর, সিডিও, রিব, ফিয়া সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।