শ্যামনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে আজ শনিবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার ৩নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“জনগণের অংশ গ্রহণে প্রণীত বাজেট স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে” এই স্লোগান কে সামনে নিয়ে “নবযাত্রা”র সার্বিক সহযোগিতায় ইউপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে এবং জেলা যুবলীগ নেতা স.ম আব্দুস সাত্তার এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মহসিন কলেজের সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, মাষ্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, কৃষ্ণানন্দ মুখার্জী, আঃ সাত্তার, জাসদ সভাপতি শেখ হারুন-অর-রশিদ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।
এসময় ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী খাঁন, রামকৃষ্ণ মন্ডল, মলয় কুমার গায়েণ ঝন্টু, জি এম আমিনুর ইসলাম, মোঃ আব্দুর রশিদ, মোছাঃ দেলোয়ারা বেগম, শক্তি শেখর চক্রবর্তী, গাজী মিজানুর রহমান, শেখ আসলাম হোসেন, বেবী নাজনীন, সুশীল সমাজ, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউপি সচিব গাজী মোঃ আমিনুর রহমান ৩ কোটি ৪৫লক্ষ ৬৮হাজার ৮০০ টাকার বাজেট ঘোষণা করেন।