ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির মৃত্যুতে হাজারো মানুষের শোক
ভারতের অন্যতম শীর্ষ বা মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাকির মুসার মৃত্যুতে শোক জানিয়েছে কাশ্মীরের হাজার হাজার সাধারণ জনগণ। তার মৃত্যুতে বিক্ষোভের আয়োজন করেছে রাজ্যটির অধিবাসীরা।
বৃহস্পতিবার মুসাকে দক্ষিণ কাশ্মীরের ত্রাল জেলার একটি বাড়িতে ফাঁদ পেতে আটকানোর পর হত্যা করা হয়। – খবর বিবিসি’র
শুক্রবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক হাজার লোক অংশগ্রহণ করে ও শোক প্রকাশ করে। জাকির রাশিদ ভাট, জাকির মুসা নামেই যিনি অধিক পরিচিত, ভারত শাষিত কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করে যাওয়া অন্যতম বৃহৎ সংগঠণ ‘হিজবুল মুজাদিহীন’ এর সদস্য ছিলেন।
পরবর্তীতে তিনি সে সংগঠনটি ছেড়ে ২০১৭ সালে আল-কায়েদায় যোগদান করেন। তিনি বিখ্যাত কাশ্মীরি স্বাধীনতা আন্দোলনের নেতা বুরহান ওয়ানি’র বেশ ঘনিষ্ঠ ছিলেন। ২০১৬ সালে ওয়ানিকেও ভারতের নিরাপত্তা বাহিনী হত্যা করে। এর প্রতিবাদে কাশ্মীর জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। চারদিন ব্যাপী এ বিক্ষোভে নিরাপত্তা বাহনীর সঙ্গে সংঘর্ষে এক শতাধিকেরও বেশি বিক্ষোভকারী নিহত হন।