শাপলা আবাসিক এলাকা উদ্বোধ
শুক্রবার জুম্মার নামাজের পর সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী আনুষ্ঠানিকভাবে শহরের মুনজিতপুরস্থ একাডেমি মসজিদ সংলগ্ন শাপলা আবাসিক এলাকার উদ্বোধন করেন। পরে শাপলা আবাসিক এলাকার সভাপতি প্রাক্তন সরকারি কর্মকর্তা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং শাপলা আবাসিক এলাকার সদস্য ও জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথি একাডেমি মসজিদের সাধারণ সম্পাদক ও জাতীয় ৪ নেতা স্মৃতি সংসদ সাতক্ষীরার সভাপতি সৈয়দ জয়নুল আবেদিন জসি। একাডেমি মসজিদের পেশ ইমাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন শাপলা আবাসিক এলাকার সাধারণ সম্পাদক জেলা প্রাণি সম্পদ অফিসের হিসাব রক্ষক মোঃ আব্দুল জব্বার ও অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আগামী বছরের শুরুতেই একাডেমি মসজিদ হতে সাতক্ষীরা সরকারি কলেজ পর্যন্ত ড্রেন নির্মাণ, শাপলা আবাসিক এলাকার ড্রেন ও রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জয়নাল আবেদন বাচ্চু, উপদেষ্টা কেসমত আলী, ফেরদাউস হোসেন, প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সদস্য পেশকার আনারুল ইসলাম, ফায়ারম্যান শাহনেওয়াজ, রূপালী ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা আব্দুল আজিজ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ হাসান আলী ও মহব্বত হোসেন। পরে অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল মান্নান আয় ব্যায়ের হিসাব পেশ করেন। সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের পর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা প্রেরক
আব্দুল জব্বার
সাধারণ সম্পাদক
শাপলা আবাসিক এলাকা
০১৭১৮ ৭৬৬৮৬২
২৪.০৫.২০১৯