ট্রফি জেতার সেরা সময়ে আছেন বাংলাদেশ
বিশ্বকাপের আসর শুরুর আগেই বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান পেয়েছেন দারুণ সুসংবাদ। আফগান অলরাউন্ডার রশিদ খানকে টপকে আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ে ফের শীর্ষস্থান দখল করেছেন তিনি। সাকিব তো বটেই, বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যই ফর্মের তুঙ্গে আছেন। তাই এবারের বিশ্বকাপের আসরেই শিরোপা ঘরে তোলার সুবর্ণ সুযোগ দেখছেন সাকিব।
মাত্রই আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজ জয় করে বাংলাদেশ বেশ ফুরফুরে মেজাজে আছে। অপরাজিত এই সিরিজ জয় দলের সদস্যদের বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে।
বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা ই্ন্দো-এশিয়ান নিউজ সার্ভিসে সাকিব কথা বলেন। এই অলরাউন্ডার মনে করেন, এবার বিশ্বকাপে সেরা সময়ে আছে বাংলাদেশ।
সাকিব বলেন, ‘আমি মনে করি এবারের আসর আমাদের বিশ্বকাপ জেতার সেরা সময়। তবে টুর্নামেন্টের ফরম্যাটটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অবশ্যই প্রত্যেক ম্যাচে ভালো খেলতে হবে। যদি আমরা সেটি করতে পারি, অবশ্যই আমরা বিশ্বকাপের নক আউট পর্বে খেলবো। এরপর সেখান থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হবে। আমি আত্মবিশ্বসী এবার আমরা অবশ্যই ভালো কিছু করতে পারব।’