সীতাকুণ্ডে পুলিশ-জেলে সংঘর্ষ, আসামি ৬৬৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ও জেলেদের সংঘর্ষের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার মামলাটি করা হয়। এদিকে ঘটনার দিন ঘটনাস্থল থেকে আটক ১১ জনকে নিজ দায়িত্বে জামিন দিয়েছে চট্টগ্রাম জেলা এসপি।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন, সীতাকুণ্ড মডেল থানার দুই এএসআই সাইফুল ও এবাদুল। তবে পুলিশ বলছে তাদের প্রশাসনিক কারণে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিরা ইউপির জেলে পাড়ায় হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলে সম্প্রদায়কে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এসব তথ্য জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন।
ওসি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহারে আছে এমন কোনো ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত না থাকলে তাদের চার্জশিট থেকে বাদ দেয়া হবে।