বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা জানাবে ছাত্রলীগ
বিশ্বব্যাপী কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাই আইডিতে এক পোস্টে তিনি একথা জানান।
ওই স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেন, পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম, ‘বাংলাদেশ’। টানা তিন বার বিশ্বজয়, এবারো প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুন।
গোলাম রাব্বানী বলেন, এ যাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এ আয়োজন করা হবে।
Please follow and like us: