কালিগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুাষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য কমিশন সচিব মোঃ তৌফিক আলম। তিনি বলেন, তথ্য অধিকার আইনের আওতায় প্রত্যেক নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হলে,দেশ তথা গোটা জাতির উন্নয়ন ঘটবে। বিশেষ করে গনমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ ও সম্মিলিত আন্দোলনে তথ্য অধিকার আইনটি বাস্তবায়িত হয়েছে। তথ্য প্রাপ্তির অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে। তাই সরকার তথ্য প্রাপ্তির জন্য সুনিদ্দিষ্ট নীতিমালা প্রনয়ন করেছে। বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে তথ্য প্রাপ্তি এবং সঠিকভাবে তথ্যের প্রচার প্রসারে দেশের উন্নয়ন তরান্বিত হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটিতে তথ্য অধিকার কি, তথ্য পাওয়ার নিয়মাবলী, কোন কোন ক্ষেত্রে কতৃপক্ষ তথ্য দিতে বাধ্য নয়, তথ্য দিতে অনীহা প্রকাশ করলে আপীল সহ উদ্ধর্ত্তন কতৃপক্ষের কাছে আবেদন করা সহ তথ্য অধিকার আইনের সার্বিক বিষয় তুলে ধরে উন্মুক্ত আলোচনা করা হয়।