আশাশুনিতে সরকারিভাবে ধান-চাউল ক্রয় উদ্বোধন
আশাশুনিতে সরকারি ভাবে ন্যায্যমূল্যে খাদ্য শস্য (ধান ও চাউল) ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি ও বড়দল খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান ক্রয় করে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
আশাশুনি খাদ্য গুদামে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ওসিএলএসডি আলতাফ হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে বড়দল খাদ্যগুদামে কার্যক্রমের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এসময় ওসিএলএসডি আরশাফ আলিসহ গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলায় চলতি বছরে ২৬ টাকা কেজি দরে ২১২ মেঃটন ধান, ৩৬ টাকা কেজি দরে ৪৮৮ মেঃটন সিদ্ধ চাউল ও ৩৫ টাকা কেজি দরে ১০০ মেঃ টন আতব চাউল ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় কার্যক্রম চলবে। ইতিমধ্যে সকল ইউনিয়নে কৃষক/ধান চাষি ও মিলারদের নামের তালিকা করা হয়েছে।
এসব কৃষক/ধানচাষি ও মিলারদের নিকট থেকে নির্ধারিত মূল্যে ধান ও চাউল ক্রয় করা হবে।