সাতক্ষীরায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে রোটারি ক্লাব অব সাতক্ষীরার সহযোগিতায় অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শহরের পিটিআই মোড়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিআরসিসি রোটাঃ পিপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর ও রোটারি ক্লাবের সেক্রেটারি ইলেক্ট রোটা: ফারহাদিবা খান সাথী। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ ইজাজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি ইলেক্ট রোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রোঃ আরিফুল ইসলাম, রোঃ কামরুজ্জামান সম্রাট, রোঃ আতিক মুজাহিদ, রোঃ মাহাবুবর রহমান, রোঃ মাসুদ পারভেজ, রোঃ আমিনুর রহমান আসিফ প্রমুখ।
প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোঃ কাইয়ুম হোসেন। এসময় পবিত্র রমজানে সম্মানে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
১৭.০৫.২০১৯