পলাশপোলে বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্বোধন
পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এ বায়তুল জান্নাত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মে) ১১ রমজান মসজিদ কমিটির সভাপতি -সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘পবিত্র রমজান মাসে বেশি বেশি দান ছদকা করা ভাল। রমজানে দান ছদকা করলে মহান আল্লাহ তায়ালা ৭০ গুণ বেশি ছওয়াব ও নেকী দান করবেন। বিশেষ করে ভাল কাজে মসজিদ মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দান ছদকা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং তিনি মসজিদের জমিদাতা আলহাজ¦ আব্দুল গফুরকে ধন্যবাদ জানান আল্লাহর ঘর মসজিদ নির্মাণে জমি দেওয়ার জন্য।’
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, খতিব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ। এসময় মসজিদ কমিটির সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।