কুল্যা কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত
আশাশুনি উপজেলার কুল্যা কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
ক্লিনিকের সিএইচসিপি অমিত সরকার জানান, তিনি বুধবার যথারীতি ক্লিনিক পরিচালনা শেষে সকল কক্ষের দরজার তালা আটকে দিয়ে বাড়িতে যান। রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা ক্লিনিকের প্রধান দরজার ৩টি তালা কেটে ও ভেঙ্গে ভিতরে ঢোকে। পরে স্টোর রুমের তালা ও অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতর থেকে একটি ১ ইঞ্চি বৈদ্যুতিক মটর, এটি সিলিং ফ্যান ও কিছু ঔষধপত্র নিয়ে চোরেরা পালিয়ে যায়। সকাল ১০ টার দিকে তিনি ক্লিনিকে এসে দরজার তালা ভাঙ্গা দেখে লোকজন ও সাংবাদিকদের নিয়ে ভিতরে ঢুকে দেখেন ঐসব মালামাল চুরি হয়ে গেছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিল।
Please follow and like us: