আশাশুনিতে মোবাইল কোর্টে দু’ব্যবসায়ীকে জরিমানা
আশাশুনি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’ মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বাজারে ভ্রমমাণ আদালত পরিচালনা কালে মরিচ্চাপ মিস্টান্ন ভান্ডার মালিক শংকর কুমার বিশ্বাসকে ৫০০ টাকা ও অপর আদি ঘোষ ডেয়ারী রেষ্টুরেন্ট মালিক মাধব চন্দ্র ঘোষকে ৫০০ টাকা জরিমানা করেন।
উভয়কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী মূল্য তালিকা টানিয়ে না রাখাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। এসময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সাব ইন্সপেক্টর বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: