চাল রফতানির পরিকল্পনা সরকারের: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ধানের মূল্য সংক্রান্ত সমস্যা সমাধানে বিদেশে চাল রফতানির পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ধানের দামের এই সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে চাল রফতানির চিন্তা করা হচ্ছে। প্রথম অবস্থায় ১০ থেকে ১৫ লাখ মেট্রিকটন চাল রফতানির চিন্তা করছে সরকার।
তিনি আরো বলেন, আমরা ৩৬ টাকা ধরে চাল কিনছি। কিন্তু এ দামটা কৃষক পাচ্ছে না। এ সমস্যা বহুদিনের। এরশাদ সরকারের আমল থেকেই এর গবেষণা চলছে। এর সমাধান খুজে বের করা খুবই কঠিন। তবে চেষ্টা করা হচ্ছে, যাতে কৃষকরা ন্যায্য দাম পায়।
Please follow and like us: