অটো চালিয়ে বিশ্বরেকর্ড
দ্রুতগতিতে অটো চালিয়ে বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাজ্যের ম্যাট এভারার্ড ও রাসেল শিয়ারম্যান নামে দুই বৃটিশ নাগরিক।
ঘণ্টা প্রতি ১১৯ দশমিক ৫৮৪ কিলোমিটার গতিবেগে অটো চালিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন তারা।
বিবিসি খবরে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম ওঠাতে ১১০ কিলোমিটার বেগে গাড়ি চালানো প্রয়োজন ছিল তাদের। সোমবার আরো জোরে চালিয়ে রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তারা।
এভারার্ড বলেন, সম্প্রতি তিন হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে একটি অটো কেনেন তিনি। এরপর যানটিতে ৩৫০ সিসি ইঞ্জিন যুক্ত করেন। বিশ্বরেকর্ড গড়তে অটোর একজন যাত্রী দরকার ছিল এভারার্ডের। চাচাতো ভাই শিয়ারম্যানকে যাত্রী হিসেবে নেন।
এভারার্ড বলেন, এ ধরনের যানে বেশি গতিতে চালাতে গেলে শুরুতে কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু একবার শুরু করতে পারলে বিষয়টি কিছুটা সহজ হয়ে যায়।
Please follow and like us: