শ্যামনগরে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল খোলপেটুয়া নদীর তীরবর্তী ঘোলা গ্রামে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সম্মানিত সদস্য জগলুল হায়দার এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫মে) সকাল ১১টায় ঘোলা গ্রামে ১ কোটি ২০ লক্ষ ৩৩ হাজার ছয় শত টাকা ব্যয়ে ১০ কিলোমিটার দীর্ঘ নতুন লাইন এবং ৬৮২ টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা–৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস,এম জগলুল হায়দার। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগন্জ পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, পল্লী বিদ্যুৎ শ্যামনগর অফিসের ম্যানেজার সন্তোস কুমার, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ সরদার স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস,এম জগলুল হায়দার উপস্থিত শত শত পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।