খালেদা আদালতে যাচ্ছেন না আজ
কারাবন্দি বিএনপি নেত্রী শারীরিক অসুস্থতার কারণে গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না।
মঙ্গলবার তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে কয়েকবার শুনানির তারিখ থাকলেও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি।
বর্তমানে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গতকাল (১৩ মে) সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, খালেদা জিয়া আদালতে যেতে পারবেন কি না সে বিষয়ে জানতে চেয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠির জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আদালতে যাওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই। তাই মঙ্গলবার তিনি আদালতে যেতে পারছেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলেও জানান জেলার মাহাবুবুল ইসলাম।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বিচারকাজ এখন থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে এতদিন ধরে মামলাটির বিচারকাজ চলছিল পুরান ঢাকার আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে।