সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মালামাল আটক
সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মালামাল আটক করেছে। আটককৃত মালামালের মূল্য আট লক্ষ চার হাজার তিনশত টাকা। গত রোববার ও আজ সোমবার সাতক্ষীরার ভোমরায় ঘোষাপাড়া থেকে ৩৩ জোড়া ভারতীয় স্যান্ডেল, মন্দির পোষ্ট এলাকায় ১৫০ সিসি মটর সাইকেল, ও ১৮৪ জোড়া ভারতীয় স্যান্ডেল, ভোমরা এলাকায় ১০ কেজি বাংলাদেশী সুপারি ১৭ টি ফ্রিজ আপ কোল্ড ড্রিংস এবং ২ বোতল ভারতীয় মদ আটক করে।
অপর এক অভিযানে পদ্মশাখরা থেকে ০৪ টি ভারতীয় গরু, ৪‘শটি ভারতীয় খেলনা (ফোমের টিয়া পাখী), ঝাউডাঙ্গা এলাকা থেকে একটি ভারতীয় বাইসাইকেল, কলারোয়া কোল্ড ষ্টোর এলাকা থেকে ৬৬ কেজি ভারতীয় চা পাতা, বিনেরপোতা এলাকা থেকে ২০ টি ভারতীয় কাপড় কলারোয়ার মাদরা এলাকা থেকে ভারতীয় একটি পালসার মোটর সাইকেল আটক করে।
বিজিবি জানায় সাতক্ষীরা সীমান্তের বিপুল পরিমান ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে ৩৩ বিজি্বি ব্যাটলেয়িনের আওতাধীন সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো আটক করে।
আটককৃত এ সব মালামালের আট লক্ষ চার হাজার তিনশত টাকা বলে বিজিবি আরো জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালয়িনরে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।