আদালতের রায় না মেনে জমির ধান কেটে নিলো মামারা
স্থানীয় পর্যায়ে শালিসে মিটমাট হয়েছে, বিজ্ঞ আদালতের রায়ও হয়েছে তারপরেও জমি দখল করে রোপনকৃত ধান কেটে নিলো প্রতিপক্ষরা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে শনিবার (১১এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় ভূক্তভোগি ওই গ্রামের মনুছুর আলীর ছেলে আলাউদ্দীন তার ক্ষতিগ্রস্থ পরিবার নিয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন ও প্রতিকারের প্রত্যাশায় কলারোয়া প্রেসক্লাবে সংবাদ করেছেন। বেলা ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দীন বলেন- ‘তার মা-খালাদের পৈত্রিকসূত্রে পাওয়া মাদরা গ্রামের খতিয়ান নং-২৯৬, ২৯৮, দাগ নং- ৩০৬ এর ৪১শতক জমি ভোগদখল করে আসছিলেন তিনি।
কিন্তু তার মামা একই গ্রামের মালেক মন্ডলের পুত্র জাকির হোসেন বাদী হয়ে তার বোনদের অর্থাৎ আলাউদ্দীনের মা-খালাদের বিবাদী করে সাতক্ষীরা কোর্টে দেওয়ানী মামলা (নং-৩৫/১৪) করে। সেই মামলায় বিবাদীদের পক্ষে রায় হয়। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে দেওয়ানী আপিল (নং-৮৯/১৮) করলে গত