দালাল ধরে মালয়েশিয়ায় যেতে গিয়ে ঢাকায় ২৬ রোহিঙ্গা আটক
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেছেন, রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদের সময় বলেছেন দালাল ধরে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার শরণার্থী শিবিরে থেকে পালিয়ে তারা ঢাকায় আসেন।
মি: বাতেন বলেন, তাদের কাছে ‘কাগজপত্র’ ছিল। তবে কী ধরণের কাগজপত্র পাওয়া গেছে তাও তিনি খুলে বলেননি।
তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আটক রোহিঙ্গাদের কাছে বাংলাদেশের পাসপোর্ট ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ এই ২৬ জন রোহিঙ্গাকে খিলক্ষেতের একটি বাসা থেকে গ্রেপ্তার করে। এদের ২২ জনই নারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, পুলিশ তাদের বিরুদ্ধে নিয়ম ভেঙ্গে শরণার্থী শিবিরের বাইরে আসার অপরাধে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
মি: বাতেন বলেন, আটক রোহিঙ্গাদের সাথে মানব-পাচারকারীদের যোগাযোগের বিষয়টি তারা এখন খুঁটিয়ে দেখছেন।