সাতক্ষীরায় ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহের ৬ষ্ঠ দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
“জীবন বাঁচান, আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ৬ষ্ঠ দিন শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা ট্রাফিক পুলিশ বিভাগের টিআই মোঃ মোমিন হোসেন, মেক্যানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো: আবু জামাল ও জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন।